Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা সমবায় অফিস এবং ৪টি বিভাগীয় শহরে মোট দশটি মেট্টোপলিটন থানা সমবায় অফিস(ঢাকা-৬টি,চট্টগ্রাম-২টি, রাজশাহী-১টি, খুলনা-১) রয়েছে। এই অফিস স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়েরসমবায় অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় যুগ্ম-নিবন্ধক ও জেলা সমবায় অফিসারের অধীন পরিচালিত।  অতীতে সহজ শর্তে কৃষি ঋণ ও উপকরণ সরবরাহ, আধুনিক কৃষি উপকরণ ব্যবহারে ও উন্নত চাষাবাদে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ, উৎপাদিত পণ্য সামগ্রী বিপনন এবং বর্তমানে পুঁজি গঠন ও আত্মকর্মসংস্থান সৃষ্ঠির মাধ্যমে সমবায় সমিতিগুলো দেশে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে। অন্যদিকে বিভিন্ন পেশার সমন্বয়ে সমবায় সমিতি গঠন,পরিচালনা এবং প্রশিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে দেশজুড়ে মানব সম্পদ উন্নয়নের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। সমবায়ের ভিত্তি হচ্ছে:গণতন্ত্র, সাম্য ও সংহতি এবং এর লক্ষ্য হচ্ছে স্বাবলম্বিতা ও স্বনির্ভরতা। সমবায়ের প্রত্যাশা হলো: গণতন্ত্রমনা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক নারীপুরুষ নির্বিশেষে সুশিক্ষিত ও সুদক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সমবায়ের লক্ষ্য হলো: ধনী, দরিদ্র নির্বিশেষে স্বীয় চেষ্টায় উন্নয়নে প্রত্যয়ী জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে উদ্যোক্তা সৃষ্টি, পূঁজি বিনিয়োগের মাধ্যমে স্বকর্মসংস্থান, আত্মনির্ভরশীল করে দারিদ্র দূরীকরণ, শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতামূলক অংশগ্রহণ নিশ্চিত করে সমবায় আন্দোলনকে বেগবান করা  

উপজেলা/মেট্টোপলিটন থানা সমবায় দপ্তর প্রধানের পদবী:উপজেলা/মেট্টোপলিটন সমবায় অফিসার

কার্যক্রম:   উপজেলা সমবায় অফিসের উল্লেখযোগ্য কার্যক্রম নিম্নরূপ:

Øধনী দরিদ্র নির্বিশেষে গণতন্ত্রমনা জনগণকে সমবায় আদর্শে উদ্বুদ্ধ করা এবং তাঁদের সমন্বয়ে সমবায় সমিতি গঠন, নিবন্ধন, তত্ত্বাবধায়ন ও আইনগতভাবে নিয়ন্ত্রণ করা ;

Øনিবন্ধিত সমবায় সমিতির বার্ষিক নিরীক্ষা,পরিদর্শন, তদন্ত, নির্বাচন ও অবসায়ন কার্যক্রম সম্পাদন করা;

Øসমবায় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে সমবায় সম্পর্কিত জ্ঞান, দক্ষতা বৃদ্ধির জন্য সমবায় ব্যবস্থাপনা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, আত্ম -কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন সংক্রান্ত প্রশিক্ষন প্রদান;

Øসমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায়ের প্রচার, প্রকাশনা, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করা;

Øসমবায় সমিতির উন্নয়নের লক্ষ্যে সমবায় সমিতির উপর জরিপ, গবেষণা ও কেস ষ্টাডি পরিচালনা করা এবং এর উপর প্রয়োজনীয় সুপারিশসহ সরকারের অনুমোদন,উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা;

Øসরকার কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ/আবাসন, এলজিইডি,পানি উন্নয়ন বোর্ড ও সরকারী অন্যান্য প্রতিষ্ঠান গৃহীত কর্মসূচীর আওতায় সংগঠিত সমবায় সমিতি নিবন্ধন, তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ;

Øবৃক্ষরোপন, পরিবার পরিকল্পনা, গণশিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ইত্যাদি সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করা;

Øসমবায় সংশ্লিষ্ট সকল প্রকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,আশ্রয়ন প্রকল্পে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা।

 

আওতাধীণ অফিস:উপজেলা/মেট্টোপলিটন সমবায় অফিসের আওতাধীন কোন অফিস নেই। উপজেলা/মেট্টোপলিটন সমবায় অফিস হতে উপরে উল্লেখিত কার্যাক্রম পরিচালনা করা হয়ে থাকে।